Main Menu

নবী পরিবার ও সাহাবী ভালবাসা ও আত্মীয়তা

নবী পরিবার ও সাহাবী ভালবাসা ও আত্মীয়তা

নবী পরিবার ও সাহাবী ভালবাসা ও আত্মীয়তা

পূর্বে প্রকাশিতের পর

চতুর্থ সারণি
যেসব নাম আলী (রা) ও তাঁর সন্তানরা পছন্দ করতেন

এই বরকতময় বৃক্ষটি নিরীক্ষণ করুন!
আবু বকর, উমর, উসমান সকলেই কারবালায় অংশগ্রহণ করে শহীদ হয়েছিলেন!
আসুন আমরা বিষয়টি অনুধাবন করি!
আবু বকর ইব্ন আলী ইব্ন আবু তালিব, তাঁর ভাতিজা আবু বকর ইব্ন হাসান ইব্ন আলী ইব্ন আবু তালিব, উমর ইব্ন হাসান, উমর ইব্ন হুসাইন এবং তাঁদের দুই চাচা আব্বাস ও উসমান ইব্ন আলী ইব্ন আবু তালিব (তাঁদের মাতা কালাবিয়া)।
এ কথা ভোলার নয় যে, উমর ইব্ন আলী ইব্ন আবু তালিব আলী রাদি আল্লাহু আনহুর সন্তানদের মধ্যে সর্বশেষ ইন্তিকাল করেন। উমর ও উসমান আলী ইব্ন হুসাইন এর দুইপুত্র।
এ বিষয়টি বরং ষষ্ঠ প্রজন্ম পর্যন্ত দীর্ঘায়িত হয়। মূসা আল-কাজিম তাঁর সন্তানদের মধ্যে দুই পুত্রের নাম রাখেন আবু বকর ও উমর।
নবী পরিবারের পরস্পরের ভ্রাতৃত্ব ও প্রীতির আরও দৃষ্টান্ত পেতে চান! যারা আনসার ও মুহাজিরদের সম্মান ও মর্যাদা এবং তাঁদের পূর্বপুরুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তাঁদের সাহচর্যকে যথার্থ মূল্যায়ন করতেন।
আপনার খিদমাতে আরও উদাহরণ-
আয়িশা বিন্ত জাফর আস্সাদিক!
আয়িশা বিন্ত মূসা আল-কাজিম!
আয়িশা বিন্ত আলী রিযা!
আয়িশা বিন্ত জাওয়াদ!
প্রিয় ভাই! নির্ভরযোগ্য গ্রন্থসমূহে এ জাতীয় অসংখ্য মূল্যবান সম্পর্ক ও তাৎপর্যবহ নামকরণের প্রমাণ পাওয়া যায়। এরপরও কি আমরা মতলববাজ প্রাচ্যবিদদের কথাকে সত্য বলব এবং তাদের ভ্রান্ত চিন্তায় প্রভাবিত হয়ে তাঁদেরকে (আহলে বাইত ও সাহাবী) কলংকিত করে বলব যে, তাঁদের মধ্যকার সম্পর্ক ছিল শত্রুতা ও বিদ্বেষের সম্পর্ক? হে আল্লাহ! অবশ্যই না। মুসলমানদের ব্যাপারে তাদের কুমন্ত্রণা, প্রতারণা ও ষড়যন্ত্র থেকে আল্লাহর কাছে মুক্তি চাই।

Related Post