Main Menu

তাওহীদ বিষয়ক প্রশ্নোত্তর (২)

Originally posted 2013-08-12 05:17:44.

তাওহীদ

আল্লাহর একত্ববাদ

প্রথম পর্ব এখানে

আমি আল্লাহর ইবাদাত করি। আমি আল্লাহকে ভালোবাসি।

আল্লাহ্‌ মানুষকে তাঁর ইবাদাত ও আনুগত্যের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদাত ও আনুগত্য করা সকল মানুষের উপর ওয়াজিব।

প্রশ্ন ১: আপনার ধর্ম কি?

উঃ আমার ধর্ম ইসলাম।

প্রশ্ন ২: ইসলাম কি (কাকে বলে)?

উঃ ইসলাম হলো আল্লাহর একত্ববাদ,তাঁর আনুগত্য করা এবং তাঁর অবাধ্যতা পরিত্যাগ করা।

প্রশ্ন ৩: ইসলামের মূল ভিত্তি কি?

উঃ ইসলামের মূল ভিত্তি হল: এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোন মাবূদ বা উপাস্য নেই এবং মুহাম্মাদ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রাসূল।

প্রশ্ন ৪: আযান শুনে আমরা সালাত আদায় করি কেন?

উঃ কেননা সালাত হলো ইসলামের অন্যতম স্তম্ভ, ইহা পালন ব্যতীত মানুষ মুসলিম হতে পারে না।

প্রশ্ন ৫: আল্লাহ্‌ তায়ালা রাসূল হিসেবে আমাদের নিকটে কাকে প্রেরণ করেছেন?

উঃ আল্লাহ্‌ তায়ালা রাসূল হিসেবে মুহাম্মাদ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) কে আমাদের নিকটে প্রেরণ করেছেন।

প্রশ্ন ৬: আল্লাহ্‌ তায়ালা মুহাম্মাদ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) কে সকল মানুষের নিকটে কেন প্রেরণ করেছিলেন?

উঃ মানুষকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ্‌ তায়ালা মুহাম্মাদ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) কে তাদের নিকটে প্রেরণ করেছিলেন।

প্রশ্ন ৭: মুহাম্মাদ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) মানুষদেরকে কিসের প্রতি আহ্বান করেন?

উঃ নবী মুহাম্মাদ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) মানুষদেরকে এক আল্লাহর ইবাদাত করা ও গাইরুল্লাহর (আল্লাহ্‌ ছাড়া অন্য কারো) ইবাদাত পরিত্যাগের প্রতি আহ্বান করেন।

Related Post