হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। একজন হাজীকে আল্লাহ নিষ্পাপ শিশুর সাথে তুলনা করেছেন। একজন হাজী তখনই নিষ্পাপ হবেন যখন তার হজ আল্লহর দরবারে কবুল হবে। তাই হজে গমনকারী প্রত্যেককেই হজের সকল আহকাম বিস্তারিত জানতে হবে।
হজের ফরজ হচ্ছে ৩টি
১. ইহরাম বাঁধা
২. উ’কুফে আরাফা (আরাফাতের ময়দানে অবস্থান করা)
৩. তাওয়াফুয্ যিয়ারত করা
হজের ওয়াজিব সমূহ
১. হজের উদ্দেশ্যে মিকাত (ইহরামের নির্দিষ্ট স্থান) ত্যাগ করার পূর্বেই ইহরাম বাঁধা।
২. সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান (ওকুফ) করা।
৩. ক্বিরান বা তামাত্তু হজ আদায়কারী ব্যক্তির জন্য কুরবানি আদায় করা এবং তা কংকর নিক্ষেপ ও মাথা মু-ন করার মর্ধ্যবর্তী সময়ের মধ্যে সম্পাদন করা।
৪. সাফা-মারওয়া পাহাড়ে সাঈ করা, সাঈ সাফা পাহাড় থেকে শুরু করা।
৫. মুযদালিফায় অবস্থান (ওকুফ) করা।
৬. তাওয়াফে জিয়ারাত আইয়্যামে নহরের (দিনের বেলায়) মধ্যে সম্পাদন করা।
৭. রমি বা শয়তানকে কংকর নিক্ষেপ করা।
৮. মাথা মুণ্ডানো বা চুল ছাঁটা, তবে মাথা মুণ্ডানের পূর্বে কংকর নিক্ষেপ করা;
৯. মিকাতের বাইরের লোকদের জন্য তাওয়াফে সদর বা বিদায়ী তাওয়াফ করা।