Main Menu
أكاديمية سبيلي Sabeeli Academy

আলী ইব্ন আবু তালিব ও ফাতিমাতুয যাহরা (রা)-এর পবিত্র বিবাহ

আলী ইব্ন আবু তালিব ও ফাতিমাতুয যাহরা (রা)-এর পবিত্র বিবাহ

আলী ইব্ন আবু তালিব ও ফাতিমাতুয যাহরা (রা)-এর পবিত্র বিবাহ

পূর্বে প্রকাশিতের পর

তৃতীয় সারণি

চিত্রটি বিভিন্ন তথ্যসূত্রের ভিত্তিতে (যার ফটোকপি সংযুক্ত হয়েছে) এ সাক্ষ্য প্রদান করছে যে, ফাতিমা রাদি আল্লাহু আনহার সাথে আলী রাদি আল্লাহু আনহুর বিবাহের ক্ষেত্রে অনেক সাহাবী মুখ্য ভূমিকা রাখেন। প্রীতি ও ভালবাসা ছাড়া এর পিছনে অন্য কী স্বার্থ থাকতে পারে?
এর প্রমাণ নিম্নরূপ:
১- যারা আলী রাদি আল্লাহু আনহুকে ফাতিমা রাদি আল্লাহু আনহার জন্য প্রস্তাব দিতে উৎসাহিত করেন তাঁরা হলেন, আবু বকর, উমর, সাআদ ইব্ন মুআয রাদি আল্লাহু আনহুম। আর এটি ছিল বদর যুদ্ধের পরবর্তী সময়ে।
২- আলী রাদি আল্লাহু আনহুকে যিনি মোহরের অর্থ প্রদান করেন তিনি হলেন উসমান রাদি আল্লাহু আনহু। এক্ষেত্রে তিনি যে পদ্ধতিটি গ্রহণ করেছিলেন তা এমন ছিল যে, উসমান রাদি আল্লাহু আনহু আলী রাদি আল্লাহু আনহু থেকে ৪০০ দিরহামের বিনিময়ে একটি লৌহ বর্ম ক্রয় করেন। অতঃপর আলী রাদি আল্লাহু আনহু যখন দিরহামগুলো বুঝে নেন তখন উসমান রাদি আল্লাহু আনহু বর্মটি ফেরত দিয়ে বলেন, এটি আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার স্বরূপ। এভাবেই আলী রাদি আল্লাহু আনহুর সম্মান ও আত্মমর্যাদা হিফাযত হয়। আর এটি উসমান রাদি আল্লাহু আনহুর কোন অনুগ্রহ প্রদর্শনও নয় আবার নিজের বড়ত্ব প্রকাশও নয়।
৩- এই বিবাহে আনসারদের আনন্দের বহিঃপ্রকাশ স্বরূপ সাআদ রাদি আল্লাহু আনহু মেষ জবেহ করে ওলীমার আয়োজন করেন। তাছাড়া কতিপয় আনসার সাহাবী ভুট্টা প্রদান করে এই ওলীমায় শরীক হন।
৪- আনসারদের অবদান এখানেই শেষ হয়ে যায়নি। হারিস ইব্ন নুমান আল-আনসারী রাদি আল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গৃহ সংলগ্ন তাঁর একটি ঘর আলী ও ফাতিমা রাদি আল্লাহু আনহুমাকে উপহার দেন।
৫- অবশেষে তবে সর্বশেষ নয় সাহাবীগণ যাঁদের অগ্রভাগে ছিলেন আবু বকর সিদ্দীক রাদি আল্লাহু আনহু নব দম্পত্তির জন্য উপঢৌকন ও বিবাহের সরঞ্জাম ক্রয় করেন।
নবদম্পত্তির জন্য এমন কী সহযোগিতা রয়েছে যা সাহাবীগণ করেননি?
কী জিনিস তাঁদেরকে এ কাজে উদ্বুদ্ধ করেছে?
এর অন্তরালে তাঁদের কী চাওয়া-পাওয়া ছিল?
হে আল্লাহ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর পরিবারের প্রতি ভালবাসা, প্রীতি ও সৌহাদ্য ছাড়া আর কিছুই নয়।

Related Post