নফস ও তার প্রকারভেদ

নফস ও তার প্রকারভেদ

নফস ও তার প্রকারভেদ

মানুষের ভিতর একটা নফস আছে ৷ বিভিন্ন সময়ে তা বিভিন্ন রঙ্গে রঙ্গীন হয় ৷

নফস তিন প্রকার ৷ যথা ঃ
* নফসে আম্মারাহ ৷ ( نفس أمارة )
* নফসে লাওয়ামাহ ৷ ( نفس لوامة )
* নফসে মুত্বমাইন্নাহ ৷ ( نفس مطمئنة )
*নফসে আম্মারাহ ঃ
নফস যখন শুধু গুনাহের দিকে দৌড়ায় তখন তার নাম হলো নফসে আম্মারাহ ৷আল্লাহ তায়ালা বলেনঃ
إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي
*নফসে লাওয়ামাহ ঃ
নফস যখন নেকের কাজ করে আবার গুনাহের দিকে দৌড়ায় তখন তার নাম হলো নফসে লাওয়ামাহ ৷
যেমনঃ নামাজ পড়ে আবার সুদ খায় ৷আল্লাহ তায়ালা বলেনঃ
لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة
* নফসে মুত্বমাইন্নাহ ঃ
বান্দা যখন আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায় যে, গুনাহ দেখলে ঘৃনা সৃষ্টি হয়, গনাহের কাছেও যায়না, তখন তার নাম হয় নফসে মুত্বমাইন্নাহ ৷আল্লাহ তায়ালা বলেনঃ
يأيتها النفس المطمئنة إرجعي إلي ربك راضية مرضية،
রাসূল (সঃ) বলেছেনঃ
ألا إن في الجسد لمضغة، إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله، ألا وهي القلب،،

শোন, মানুষের দেহে একটা মাংষ পিন্ড আছে, যখন তা ঠিক থাকে পুরো দেহটাই ঠিক থাকে, আর যখন তা নষ্ট হয়ে যায় পুরো দেহটাই নষ্ট হয়ে যায় ৷
শোন, সেটাই হলো ”কলব” ৷৷

Related Post